ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৭৬

নারী নির্যাতনকারীদের জন্য আ.লীগের দরজা বন্ধ: ওবায়দুল কাদের 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৪ ২৫ অক্টোবর ২০২০  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের জন্য এই দলের দরজা চিরদিনের মতো বন্ধ হয়ে গেছে। 

 

রোববার নোয়াখালী নিজ নির্বাচনী এলাকার বসুরহাট এবং কবিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

 

সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের শুধু দল থেকে বের করে দেয়া হবে না। একইসঙ্গে তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ করে দেয়া হবে। 

 

সেতুমন্ত্রী সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এসব ঘটনায় তিনি লজ্জিত। 

 

ওবায়দুল কাদের জানান, ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে যদি আওয়ামী লীগের অথবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকে, তাদেরকেও ছাড় দেয়া হবে না। 

 

তিনি বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপরাধীর পরিচয় তারা অপরাধী।

 

মন্ত্রী জানান, নোয়াখালীতে বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। যেসব কাজ বাকি রয়েছে, ক্ষমতাসীন সরকারের আমলেই তা শেষ হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য সবকিছু করা হবে। 

 

এসময় জনগণকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। একইসঙ্গে কোনো ধরনের উসকানিমূলক পোস্ট ফেসবুকে না দেয়ার অনুরোধ করেন তিনি।